শ্রীমদ্ভাগবতে ২৮ টি নরকের মধ্যে অন্যতম ভয়ংকরী নরক হলো "অসিপত্রবন"

শ্রীমদ্ভাগবতে ২৮ টি নরকের মধ্যে অন্যতম ভয়ংকরী নরক হলো "অসিপত্রবন"


শ্রীমদ্ভাগবতে ২৮ টি নরকের মধ্যে অন্যতম
ভয়ংকরী নরক হলো "অসিপত্রবন"।
যে ব্যক্তি স্বধর্ম পরিত্যাগ করে অন্য ধর্ম বা
পরের ধর্ম গ্রহন করেন তাহারা মৃত্যুর পর এই
নরকে পতিত হয়। যমদূত গন অতি গরম তাপের
কীটের জলে তাকে ফেলিয়ে তার দেহে
কষাঘাত করতে থাকে,তখন সে সহ্য না করতে
পেরে ছোটাছুটি করতে থাকে,তখন অতি
ধারালো তালবনের অসিপত্র দ্বারা তার দেহ
কেঁটে ছিন্নবিচ্ছিন্ন হয়ে যায়। তখন সে
চিৎকার করে বলে "আমি হত হলাম,আমাকে
ছেড়ে দাও"।বরং যমদূত গন না ছেড়ে অভিরাম
তাকে অসহ্য যন্ত্রণা দিতে থাকে। এই ভাবে
মৃত্যুর পর তারা অনেক অনেক বছর এই
ভয়ংকরী নরকে কষ্ট যন্ত্রণা ভোগ করে।

প্রিয় কৃষ্ণ ভক্ত আমরা কৃষ্ণ কথা গুলো আমরা সংগ্রহিত করি শুধু মাত্র আপনাদের মাঝে কৃষ্ণ প্রেম ভক্তি জাগানোর লক্ষে। যাতে করে সবাই নিজের ধর্মের কথা জানতে পারে ও কৃষ্ণ প্রেম ভক্তি হৃদয়ে জাগ্রত হয়। আমাদের যে কোনো রকম ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। হরে কৃষ্ণ......


ভগবান শ্রীকৃষ্ণ অজুর্ন কে বলেছেন

"ওঁ শ্রেয়ান্স্বর্মো বিগুনোঃ পরা ধর্মা
স্বপুষ্ঠিতাৎ
স্ব ধর্মে নিধনং শ্রেয়ং পরো ধর্মো ভয়াবহ ।

শ্রীমদ্ভাগবত গীতাতে ৩/৩৫
স্বধর্মে যদি দোষ থাকে তাও পরো ধর্ম হতে
ভালো। স্বধর্মে সাধনে যদি মৃত্যু হয় তাও
মঙলজনক কিন্তুু অন্যের ধর্মের অনুষ্টান করা
মহা পাপ ও বিপদজনক।


শ্রীমদ্ভাগবতে ২৮ টি নরকের মধ্যে অন্যতম ভয়ংকরী নরক হলো "অসিপত্রবন"

আবার চানাক্য শ্লোকে ও বলা হয়েছে যে

যাহারা স্বধর্মের সাথে সমন্ধ রাখেন,
তাদের বিনাশ নেই।

 বর্তমানে কিছু ছেলে
মেয়েরা লোভে, সামান্য সুখের জন্য নিজের
ধর্ম পরিত্যাগ করেন, কিন্তুু তারা ভাবেনা
যে কি মহা অন্যায় তারা করছে। বিভিন্ন
ধর্মের লোকেরা ঐসব ছেলেমেয়েদের
প্রলোভন দেখিয়ে নিজের ধর্মে সংখ্যা
বাড়াচ্ছে। 
তাই সাবধান সনাতন
ধর্মালোম্ভিদের সাবধান ।
জয় শ্রী কৃষ্ণ,,
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে।
No Comment
Add Comment
comment url