যত মত ততো পথ । কৃষ্ণ কথা । Krishno Kotha

যত মত ততো পথ । কৃষ্ণ কথা । Krishno Kotha
সব মতপথের গন্তব্যস্থান কি এক.?
না নিশ্চুয় তা নয়, যেমন কেউ যদি কলকাতায় পৌছনোর জন্য ট্রেনের টিকিট কাটে তবেঁ সে কলকাতাতেই পৌছবে বুম্বে নয়। তদ্রূপ আমরা যদি পরম পুরুষ শ্রীগোবিন্দের সেবা না করে তার অধ্যক্ষ দেবদেবীদের সেবা করি আর মনি করি যে আমরা বৈকণ্ঠে পৌছব তবে তা অনর্থক, বৃথাই শ্রেষ্ঠা মাত্র। কেননা ভগবান গীতায় ৯/২৫ বলছেন- 

যান্তি দেবব্রতা দেবান্ পিতৃন্ যান্তি পিতৃব্রতাঃ । 
ভূতানি যান্তি ভূতেজ্যা যান্তি মদ্‌যাজিনোহপি মাম্‌ ।।

দেবতাদের উপাসকেরা দেবলোক প্রাপ্ত হবেন, যারা ভূত-প্রেত আদির উপাসক তারা ভুতলোক লাভ করে, যারা পিতৃপুরুষের, উপাসক তারা পিতৃলোক লাভ করে, এবং যাঁরা আমার উপাসনা করেন, তারা কেবল আমাকেই লাভ করেন।। এবং ভঃগীঃ ৭/২০ ভগবান বলছেন-
 যারা জাগতিক সুখভোগ নিয়েই ব্যস্ত তারাই দেবদেবীর শরণাপন্ন হয়।
 ভঃগীঃ ৭/২১ বলছেন- আমি তাদের অচলা ভক্তি প্রদান করি। 
ভঃগী ৭/২২ বলছেন- আমার অধ্যক্ষ দেবদেবীরা আমারি দ্বারা তাদের ভক্তদের কাম্য বস্তু প্রদান করেন। এবং ভঃগীঃ৭/২৩ ভগবান বললেন- বললেন অল্পবুদ্ধি ব্যক্তিদের আরাধনার ফল লব্ধ অস্থায়ী (বিনাশীল)।
দেবতাদের উপসকেরা তাদের আরাধ্য দেবতাদের লোক প্রাপ্ত হন, কিন্তু আমার ভক্তরা আমার পরম ধাম প্রাপ্ত হন। অর্থাৎ যতমত ততো পথ ঠিকই, কেউ যদি নরকের রাস্তায় পা বাড়ায় তবে সে নরকেই পৌছবে, আবার সর্গের দিকে হাটলে সর্গে।
তাই ভগবদ্গীতার ১৮/৬৬তে ভগবান নির্দেশ দিচ্ছেন-

সর্বধর্মান পরিত্যজ্য মাম একম্‌ শরনম্‌ ব্রজ ।
অহম্‌ ত্বাম সর্বপাপেভ্যঃ মোক্ষয়িষ্যামি মা শুচঃ ।।

"সর্বধর্মান পরিত্যজ্য" অর্থাৎ সর্বপ্রকার ধর্ম (যতো মতপথ আছে) সব ত্যাগ কর। কেবল "মাম একম্ শরনম্ ব্রজ।" আমার পাদপদ্মে আশ্রয় গ্রহণ কর। (এমন কি ব্রহ্মা শিব আদি দেবতাদেররও নয়) তবেই আমি "অহম্ ত্বাম সর্বপাপেভ্যঃ" তুমার যতপ্রকার পাপ আছে, এবং তুমি যদি অতি দুরাচারী মহা পাতকীও হও।" তবুও "মোক্ষয়িষ্যামি মা শুচঃ" আমি তুমাকে মুক্ত করে দেব। অর্থাৎঃ যতপ্রকার মতপথ আছে তা সব ত্যাগ করে আমাদের উচিৎ কেবল মাত্র ভগবান শ্রীকৃষ্ণের মত অনুসারে সেই পরম পুরুষ পরম করুণাময় শ্রীগোবিন্দের শ্রী চরণকমলে শরণ নেয়া।
আমাদের সকলের একটাই হোক ধর্ম একটাই কর্ম "কর্ম্মাপ্যেকং তস্য দেবস্য সেব।" সেই পরমদেব শ্রী গবিন্দের সেবা করা।
এই সাইটের সবস্ত কৃষ্ণ কথা সংগ্রহিত .................ভুল ক্ষমা করবেন।শুধু মাত্র কৃষ্ণ ভক্তি ছড়িয়ে দেয়ার জন্য আমরা সংগ্রহ করে থাকি।আমাদের কৃষ্ণ কথা সাইটে এসে কৃষ্ণ কথা  পড়ে  যদি কোনো রকম কিছু জানতে পারেন।তাহলে আমাদের সপ্ন পূরণ হবে। আপনার অনুভূতি কমেন্টর মাধ্যমে আমাদের জানাবেন।

হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে।
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে।।

Next Post Previous Post