এই জড় জগৎ থেকে মুক্ত হয়ে শ্রীকৃষ্ণের ধামে প্রবেশ | Krishno kotha

এই জড় জগৎ থেকে মুক্ত হয়ে শ্রীকৃষ্ণের ধামে প্রবেশ - Krishno kotha

কৃষ্ণ ভক্তি লাভের আশায় আমাদের প্রথম আশা বা প্রথম লক্ষ হওয়া উচিত। এজন্য আমাদের সবার বাড়িতে ভোরে ও সন্ধ্যায় কৃৃষ্ণ ভক্তি এক নামসংকৃীর্তন ও গীতা পাঠের প্রয়োজনীয় অনেক বেশি।

ভোরে ওঠে কৃষ্ণ কথা বা গীতা পাঠ করা আমাদের জীবনে সবচেয়ে গুরুত্ব পূর্ণ । কারণ ভোরে হরি নাম সংকৃীতন করলে সারা দিন ভালো কাটে ও গীতা পাঠে মন,শরীর,পবিত্র হয়। সারা দিন ভরে মনে মনে ভগবান কে স্মরণ করলে ধর্মের প্রতি ভক্তি বাড়ে পাপ থেকে মুক্তি মিলে। আমাদের প্রতিদিন ভোরে ও সন্ধ্যায় গীতা পাঠ করলে ও হরি নাম সংকৃীর্তন করলে আমাদের জীবন পরিবর্তন হয়ে আমাদের জীবনে সুখের ও শান্তির অনুভব হয়।


ভগবান শ্রী কৃষ্ণেরে ভক্তি আছে যার মনে তার ছাড়া কি ভগবান শ্রী কৃষ্ণ থাকতে পারে। আপনি যখন ভগবান শ্রী কৃষ্ণের নামের মধ্যে থাকবেন ভগবান শ্রী কৃষ্ণের ভালোবাসার এক শান্তি অনুভব করবেন। যদি আপনি মন থেকে ডেকে থাকেন তবে। ভগবান এক শান্তি রুপে এসে ভক্তকে শান্তি অনুভব করায়। আমরা হয়তো অনেকে ভগবানে অনুভব বুঝতে পারি না। তবে আমরা অনেকে খুঁজি....

কলির্সন্তরন উপনিষদ


ভগবান নিজেকে তার প্রকৃত ভক্ত কে অবশ্যই কোনো না কোনো ভাবে অনুভব করায় ও দর্শন দেয়। আমরা আমাদের অজ্ঞানতা জন্য বুঝতে বা জানতে পারি না। ভগবান তার প্রকৃত ভক্তকে কোনো না কোনো ভাবে পথ দেখায় মুক্তির।

তাই আমাদের সবার বাড়িতে বাড়িতে গীতা পাঠ করা প্রয়োজন। আমরা যাদি প্রতিদিন ভগবান সম্পর্কে জানতে পারি তাহলে আমরা আমাদের জীবনে ভগবান কে দর্শন করতে পারব। এবং আমাদের মুক্তি প্রাপ্ত হব ও জড় জগৎ থেকে ভগবান শ্রী কৃষ্ণের ধামে প্রবেশ করতে পারব।
Next Post Previous Post
3 Comments
  • Byomkesh
    Byomkesh June 12, 2022 at 10:36 AM

    হরে কৃষ্ণ

  • Hore Krishna
    Hore Krishna August 3, 2022 at 1:18 AM

    https://anikdas39.blogspot.com/

  • Anonymous
    Anonymous June 18, 2023 at 11:21 PM

    আমায় একটু এই পেইজের এডমিন এর সাথে কথা বলা দরকার কিভাবে নলতে পারি খুব উপকার হইতো যদি কোন কথা বলার সুযোগ হইতো

Add Comment
comment url