কৃষ্ণ প্রনাম মন্ত্র ও রাধা রানীর প্রণাম মন্ত্র সংস্কৃত বাংলা - Krishnokotha

কৃষ্ণ প্রনাম মন্ত্র ও রাধা রানীর প্রণাম মন্ত্র সংস্কৃত বাংলা - Krishnokotha


ভগবান শ্রী কৃষ্ণ জগতের কল্যাণের জন্য বার বার আর্বিভাব হয়েছেন পৃথিবীতে। জগতের জীবের শিক্ষা দেওয়ার জন্য ও সাধুদের রক্ষা করতে। সেই ভগবানের প্রণাম মন্ত্র আমাদের সবার জানা অতি প্রয়োজন। জগতের সকলের মঙ্গল কামনায় শেয়ার করলাম। আপনাদের মঙ্গল হবে প্রতিদিন এই মন্ত্রটি স্মরণ করলে ও ভগবানকে প্রণাম করার সময় অবশ্যই মন্ত্রটি বলে ভগবানকে প্রণাম করবেন।

শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্র

"হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে।
গোপেশ গোপীকা কান্ত রাধা কান্ত নমহস্তুতে ।।"

কৃষ্ণ প্রনাম মন্ত্র বাংলায় অনুবাদ/অর্থঃ
হে আমার প্রিয় কৃষ্ণ, তুমি করুণার সিন্ধু, তুমি দীনের বন্ধু, তুমি সমস্ত জগতের পতি, তুমি গোপিকাদের ঈশ্বর এবং শ্রীমতি রাধারাণীর প্রেমাষ্পন্দ, আমি তোমার শ্রীপাদ্‌পদ্মে সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি।

এখানে ভগবানের প্রিয়তমা ও প্রেমের গুরু রাধা রাণীর প্রণাম মন্ত্রটি দেওয়া হলো।

শ্রী রাধারানী প্রণাম মন্ত্র

"তপ্ত কাঞ্চন গৌরাঙ্গীং রাধে বৃন্দাবনেশ্বরী।
বৃষভানু সূতে দেবী তাং প্রণমামি হরি প্রিয়ে।।"

রাধা রানীর প্রণাম মন্ত্র বাংলায় অনুবাদ/অর্থঃ
শ্রীমতি রাধারাণী, যার অঙ্গকান্তি তপ্ত কাঞ্চনের মতো এবং যিনি বৃন্দাবনের ঈশ্বরী, যিনি মহারাজ বৃষভানুর দুহিতা এবং ভগবান শ্রীকৃষ্ণের প্রেয়সী, তাঁর চরণকমলে আমি আমার সশ্রদ্ধ প্রণতি জানাই।

এই মন্ত্র দুইটি সব সময় মনে রাখবেন। এবং মনে মনে স্মরণ করবেন দেখবেন সকল বিঘ্ন নাশ হবে। ভগবান ও রাধা রাণী আপনাকে যুগল চরণে ঠাই দেবে। আর আপনার মানব জীবন স্বার্থক হবে।

হরে কৃষ্ণ হরে কৃ্ষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম হরে রাম রাম রাম হরে হরে
Previous Post
No Comment
Add Comment
comment url