প্রকৃত ধর্ম কি, ধর্ম বড় না কর্ম বড়

প্রকৃত ধর্ম কি, ধর্ম বড় না কর্ম বড়

সবার মনে এই প্রশ্ন থাকে প্রকৃত ধর্ম কি, ধর্ম বড় না কর্ম বড়?

প্রকৃত ধর্ম হলো ভগবানকে ভালবাসা। ভগবানের দেওয়া নিয়মনীতিগুলোর দ্বারা পরিচালিত হওয়া। 

" ধর্ম তু সাক্ষাদ্ ভগবত্ প্রণীতম্ " 

অর্থাৎ ধর্ম হলো সাক্ষাত ভগবানের দ্বারা প্রণীত নিয়মকানুন!! 
আর কর্ম বলতে বোঝায় কোন কিছু করা। কিন্তু সকল কর্ম করা উচিৎ নয়। 

একমাত্র ধর্ম অনুমোদিত কর্মই করনীয়। ধর্ম ছাড়া কর্ম কুকর্ম,কর্ম ছাড়া ধর্ম সম্পূর্ণ ভিত্তিহীন ধর্মশাস্ত্র একমাত্র মানুষের জন্যই রচিত পশুপাখিদের জন্য নয়। তাই মানুষকে ধর্মনিষ্ঠার সঙ্গে কর্ম করতে হয়।কি কর্ম করতে হবে কি কর্ম পরিত্যাগ করতে হবে সে সম্বন্ধে 

শ্রীমদ্ভগবদগীতায় নির্দেশ দেওয়া আছে

"যজ্ঞার্থাৎ কর্মনোহন্যত্র লোকহয়ং কর্মবন্ধনঃ।
তদর্থং কর্ম কৌন্তেয় মুক্তসঙ্গ সমাচার। (গীতা -৩/৯)


অর্থাৎ, শ্রীহরির প্রীতি সম্পাদন করার জন্য কর্ম করা উচিৎ অন্যথায় সেই সমস্ত কর্মই জীবকে দুঃখময় জড় জগতের বন্ধনে আবদ্ধ করে। তাই হে কুন্তীপুত্র অর্জুন ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য কেবল তোমার কর্তব্যকর্ম অনুষ্ঠান কর এবং তার ফলে তুমি সর্বদা জড় জগতের বন্ধন হতে মুক্ত হতে পারবে।


প্রকৃতপক্ষে যে কর্ম মানুষকে কৃষ্ণভক্তির পথে পরিচালিত করে না তা পাপকর্ম!!
যে বিদ্যা কৃষ্ণকে হৃদয়ঙ্গম করতে সাহায্য করে না তা ভ্রান্ত!!
 
যদি কৃষ্ণভাবনামৃতের অভাব হয় তাহলে বুঝতে হবে যে, সেই কর্ম ও সেই বিদ্যা সম্পূর্ণরূপে নিরর্থক!!
(ভা-৪/২৯/৪৯ ভক্তিবেদান্ত তাৎপর্য)

♥জয় শ্রী রাধামাধব
"ঈশ্বর সকলের মঙ্গল করুন,,,{জয় শ্রী কৃষ্ণ}
-------------------------------------------------------------------------------------------------
=========================================================


এই সাইটের সবস্ত কৃষ্ণ কথা সংগ্রহিত .................
ভুল ক্ষমা করবেন।শুধু মাত্র কৃষ্ণ ভক্তি ছড়িয়ে দেয়ার জন্য আমরা সংগ্রহ করে থাকি।
আমাদের কৃষ্ণ কথা সাইটে এসে কৃষ্ণ কথা পড়ে যদি কোনো রকম কিছু জানতে পারেন।
তাহলে আমাদের সপ্ন পূরণ হবে।
আপনার অনুভূতি কমেন্টর মাধ্যমে আমাদের জানাবেন।

-------------------------------------------------------------------------------------------------
=========================================================
"হরে"কৃষ্ণ"হরে"কৃষ্ণ"কৃষ্ণ"কৃষ্ণ"হরে"হরে" "হরে"রাম"হরে"রাম"রাম"রাম"হরে"হরে"
"হরে"কৃষ্ণ"হরে"কৃষ্ণ"কৃষ্ণ"কৃষ্ণ"হরে"হরে" "হরে"রাম"হরে"রাম"রাম"রাম"হরে"হরে"
"হরে"কৃষ্ণ"হরে"কৃষ্ণ"কৃষ্ণ"কৃষ্ণ"হরে"হরে" "হরে"রাম"হরে"রাম"রাম"রাম"হরে"হরে"

Next Post Previous Post