শ্রীমদ্ভগবদগীতা-অষ্টাদশ অধ্যায়~মোক্ষযোগ শ্লোক নং ~62

শ্রীমদ্ভগবদগীতা-অষ্টাদশ অধ্যায়~মোক্ষযোগ  শ্লোক নং ~62

--------------------- শ্রীমদ্ভগবদগীতা-------------------------

অষ্টাদশ অধ্যায়~মোক্ষযোগ
শ্লোক নং ~62
_______________________________________
তমেব শরণং গচ্ছ সর্বভাবেন ভারত ।
তৎপ্রসাদাৎ পরাং শান্তিং স্থানং প্রাপ্স্যসি শাশ্বতম্ ।।
প্রিয় কৃষ্ণ ভক্ত আমরা কৃষ্ণ কথা গুলো আমরা সংগ্রহিত করি শুধু মাত্র আপনাদের মাঝে কৃষ্ণ প্রেম ভক্তি জাগানোর লক্ষে। যাতে করে সবাই নিজের ধর্মের কথা জানতে পারে ও কৃষ্ণ প্রেম ভক্তি হৃদয়ে জাগ্রত হয়। আমাদের যে কোনো রকম ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। হরে কৃষ্ণ......
অনুবাদ:---
------------
হে ভারত ! সর্বতোভাবে তাঁর শরণাগত হও । তাঁর প্রসাদে তুমি শান্তি এবং নিত্য ধাম প্রাপ্ত হবে ।
তাৎপর্য :--
-----------
প্রতিটি জীবের কর্তব্য , সকলের হৃদয়ে বিরাজ করছেন যে পরম পুরুষোত্তম ভগবান , তাঁর শরণাগত হওয়া এবং তার ফলে জীব জড় জগতের সমস্ত দুঃখ-দুর্দশা থেকে নিষ্কৃতি লাভ করে । এই আত্মসমর্পণের ফলে জীব যে কেবল এই জীবনের দুঃখ-দুর্দশা থেকে মুক্ত হয় , তাই নয় , পরিণামে সে পরমেশ্বর ভগবানকে লাভ করে ।
Next Post Previous Post