শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর উপদেশ এই মহামন্ত্র জপ্য ও কীর্তনীয় - Krishno Kotha

শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর  উপদেশ এই মহামন্ত্র জপ্য ও কীর্তনীয় - Krishno Kotha

এই মহামন্ত্র জপ্য ও কীর্তনীয়।। আপনে সবারে প্রভু করে উপদেশে,কৃষ্ণনাম মহামন্ত্র শুনহ হরিষে।

হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে।

প্রভু বলে কহিলাম এই মহামন্ত্র,ইহা জপ গিয়া সবে করিয়া নির্বন্ধ। ইহা হৈতে সর্ব সিদ্ধি হ ইবে সবার,সর্বক্ষন বলো ইথে বিধি নাহি আর। কি ভোজনে কি শয়নে কিবা জাগরনে, অহর্নিশি চিন্ত কৃষ্ণ বলহ বদনে।দশ পাচ মিলি সবে দ্ধারেতে বসিয়া,কির্তন করহ সবে হাতে তালি দিয়া। সন্ধা হৈলে আপনার দ্ধারে সবে মিলি কির্তন করহ সবে দিয়া করতালি। এই মতে নগরে নগরে সঙ্কীর্তন, করাইতে লাগিলেন শচীর নন্দন.. (চৈঃ ভাঃ ম ২৩)

প্রিয় কৃষ্ণ ভক্ত আমরা কৃষ্ণ কথা গুলো আমরা সংগ্রহিত করি শুধু মাত্র আপনাদের মাঝে কৃষ্ণ প্রেম ভক্তি জাগানোর লক্ষে। যাতে করে সবাই নিজের ধর্মের কথা জানতে পারে ও কৃষ্ণ প্রেম ভক্তি হৃদয়ে জাগ্রত হয়। আমাদের যে কোনো রকম ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
হরে কৃষ্ণ......

সর্বদা শ্রীমুখে ' হরে কৃষ্ণ হরে রাম'।
বলিতে আনন্দ ধারা নিরবধি ঝরে। 
( চৈঃ চঃ আ ১/১৯৯)

কৃষ্ণনাম-মহামন্ত্রের এই ত' স্বভাব।
যেই জপে, তার কৃষ্ণে উপজয়ে ভার।।
( চৈঃ চঃ আ ৭/৮৩)

গৌর যে শিখাল নাম সেই নাম গাও।
অন্য সব নাম-মাহাত্ম্য সেই নামে পাও।।
Next Post Previous Post