রাধাঁ কথা রাধাঁ সম্পর্কে - Krishno Kotha

রাধাঁ কথা রাধাঁ সম্পর্কে - Krishno Kotha

জয় শ্রীরাধে...

"রাধা" শব্দটি প্রথমে কেন ব্যবহৃত হচ্ছে ? 
যেমন রাধা-কৃষ্ণ , রাধা-গোবিন্দ , রাধা-মাধব ইত্যাদি। অনেকের মনে প্রশ্নটি বাসাঁ বেঁধে আছে, কৃপা করে পোষ্টটি পড়ুন এবং অন্যকে জানতে শেয়ার করুন।

পরমেশ্বর ভগবানের অন্তরঙ্গ শ্রেষ্ঠ আরাধিকা শক্তির পাদপদ্মে আগে আশ্রয় নেয়াই রীতি। এতে ভগবান শ্রীকৃষ্ণ আরও বেশী প্রীত হন। শ্রীকৃষ্ণ রাধারাণী কিংবা তাঁর অন্তরঙ্গ ভক্ত ছাড়া কারও কাছে সরাসরি সেবা গ্রহণ করতে চান না। এই তত্ত্ব অবগত হয়ে ভক্তরা আগেই রাধারানীর নাম উল্লেখ করেন।

প্রিয় কৃষ্ণ ভক্ত আমরা কৃষ্ণ কথা গুলো আমরা সংগ্রহিত করি শুধু মাত্র আপনাদের মাঝে কৃষ্ণ প্রেম ভক্তি জাগানোর লক্ষে। যাতে করে সবাই নিজের ধর্মের কথা জানতে পারে ও কৃষ্ণ প্রেম ভক্তি হৃদয়ে জাগ্রত হয়। আমাদের যে কোনো রকম ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
হরে কৃষ্ণ......

এ সম্পর্কে মহাদেব শ্রীনারদপঞ্চরাত্র (শ্রীনারদপঞ্চরাত্র ৫/৬/৬ ) 
এ নারদকে নির্দেশ দিয়েছেন যে , 

আদৌ সমুচ্চরেদ্ রাধাং পশ্চাত্ কৃষ্ণং চ মাধবম্।
বিপরীতং যদি বদেত্ ব্রহ্মহত্যাং লভেদ্ ধ্রুবম্॥ (শ্রীনারদপঞ্চরাত্র ৫/৬/৬ )

.
সরলার্থ - প্রথমেই রাধা শব্দ উচ্চারণ করবে , তারপর কৃষ্ণ শব্দ উচ্চারণ করবে । যদি এর বিপরীত কেউ বলে , তবে সে ব্রহ্মহত্যার পাপ প্রাপ্ত হয় ।


সংগৃহিত

ভুলত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

Next Post Previous Post