শিবরাত্রী পূজার নিয়মাবলী ও মন্ত্র - Krishno Kotha

 শিবরাত্রী প্রসঙ্গ - পূজার নিয়মাবলী ও মন্ত্র - Krishno Kotha

শিবরাত্রী পূজার নিয়মাবলী ও মন্ত্র - Krishno Kotha

অতপর কৃতাঞ্জলি হইয়ে পাঠ করবে- শিবরাত্রিব্রতং হ্যেতৎ করিষ্যেহহং মহাফলম্। নির্ব্বিঘ্নমস্তু যে চাত্র ত্বৎ প্রসাদাজ্জগৎপাতে।। চতুর্দ্দশ্যাং নিরাহারো ভূত্বা চৈবাপরেহহনি। ভোক্ষ্যেহহং ভুক্তিমুক্ত্যর্থং শরণং মে ভবেশ্বর।

মহাশিবরাত্রির পূজার প্রথম ধাপ অভিষেক। অর্থাৎ, লিঙ্গকে স্নান করানো। প্রথমে "ওঁ পশুপতয়ে নমঃ" বলে ডাবের জলদ্বারা স্নান করাতে হবে।

অভিষেকের পরে বেলপাতার মালা শিবলিঙ্গে দেওয়া নিয়ম। তার পর ফুল দিয়ে সাজিয়ে দিন শিবলিঙ্গ। ফুল এবং মালা দেওয়ার সময়ে উচ্চারণ করুন ওঁ নমঃ শিবায়।

অতপর চন্দন বাটার প্রলেপ দিন শিবলিঙ্গে। চন্দনের পরে কুঙ্কুম বা সিঁদুরের আলেপন দিন। পরে ধূপ এবং ঘৃতের পঞ্চ প্রদীপ নিয়ে ওঁ নমঃ শিবায়ঃ মন্ত্রে আরতি করুন। আরতির পর ফল এবং মিষ্টি নিবেদন করুন শিবকে। 

চারি প্রহরে চারবার পূজা এবং চারি প্রহরে প্রথমে "ওঁ পশুপতয়ে নমঃ" বলে জলদ্বারা স্নান করিয়ে পরে বিশেষ দ্রব্যে বিশেষ মন্ত্রে স্নান করাতে হবে।

প্রথম প্রহর (সন্ধ্যা ৭টা)

================

'ওঁ হৌং ঈশানায় নমঃ' মন্ত্রে দুধ দিয়ে স্নান করিয়ে পরে জল দ্বারা "ওঁ পশুপতয়ে নমঃ" 

বলে স্নান করাতে হবে।

অর্ঘ্য মন্ত্র-

ওঁ শিবরাত্রি ব্রতং দেব পূজাজপপরায়ণঃ।

করোমি বিধিবদ্দত্তং গৃহাণার্ঘ্যং মহেশ্বরঃ।। ইদমার্ঘ্যং ওঁ নমঃ শিবায় নমঃ।

দ্বিতীয় প্রহর (রাত ১০টা)

=================

'ওঁ হৌং অঘোরায় নমঃ' মন্ত্রে দধি দিয়ে স্নান করিয়ে পরে জল দ্বারা "ওঁ পশুপতয়ে নমঃ" 

বলে স্নান করাতে হবে।

অর্ঘ্য মন্ত্র-

ওঁ নমঃ শিবায় শান্তায় সর্ব্বপাপহরায় চ।

শিবরাত্রৌ দদাম্যর্ঘ্যং প্রসীদ উময়া সহ।। ইদমার্ঘ্যং ওঁ নমঃ শিবায় নমঃ।

তৃতীয় প্রহর (রাত ১টা)

================

'ওঁ হৌং বামদেবায় নমঃ' মন্ত্রে ঘৃত দিয়ে স্নান করিয়ে পরে জল দ্বারা "ওঁ পশুপতয়ে নমঃ" বলে স্নান করাতে হবে।

অর্ঘ্য মন্ত্র-

ওঁ দুঃখদারিদ্র্যশোকেন দগ্ধোঽহং পার্ব্বতীশ্বর।

শিবরাত্রৌ দদাম্যর্ঘ্যং উমাকান্ত প্রসীদ মে।। ইদমার্ঘ্যং ওঁ নমঃ শিবায় নমঃ।

চতুর্থ প্রহর (ভোর ৪টা)

================

'ওঁ হৌং সদ্যোজাতায় নমঃ' মন্ত্রে মধু দিয়ে স্নান করিয়ে পরে জল দ্বারা "ওঁ পশুপতয়ে নমঃ" বলে স্নান করাতে হবে।

অর্ঘ্য মন্ত্র-

ওঁ ময়া কৃতান্যনেকানি পাপানি হর শঙ্কর।

শিবরাত্রৌ দদাম্যর্ঘ্যং উমাকান্ত গৃহাণ মে।। 

ইদমার্ঘ্যং ওঁ নমঃ শিবায় নমঃ।

এই সময় প্রার্থনা করা হয়

হে শিব, তোমাকে নমস্কার। তুমি সৌভাগ্য, আরোগ্য, বিদ্যা, অর্থ, স্বর্গ, অপবর্গ দিয়ে থাকো। তাই এগুলো তোমার কাছে প্রার্থনা করছি। হে গৌরীপতি, তুমি আমাদের ধর্ম, জ্ঞান, সৌভাগ্য, কাম, সন্তান, আয়ু ও অপবর্গ দাও।

সবার শেষে সম্ভব হলে শিবের অষ্টোত্তর শতনাম পাঠ করুন। প্রত্যেক প্রহরেই এভাবে পূজো করতে হবে ভগবান শিবকে। উপবাস ভঙ্গ করুন পরের দিনে। খেয়াল রাখতে হবে মহাশিবরাত্রির পরের দিন সূর্যোদয়ের আগেই স্নান করে, চতুর্দশী তিথি থাকতে থাকতে উপবাস ভঙ্গ করতে হয়। কোনও জ্ঞানী/ব্রাহ্মণের কাছে শিবরাত্রির ব্রতকথা শুনে, তাঁকে দক্ষিণা দিয়ে উপবাস ভঙ্গ করুন।

ওঁ নমঃ শিবায়ঃ! ওঁ নমঃ শিবায়ঃ! ওঁ নমঃ শিবায়ঃ!


প্রিয় ভক্ত ভূল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম হরে রাম রাম রাম হরে হরে
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম হরে রাম রাম রাম হরে হরে
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম হরে রাম রাম রাম হরে হরে
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url