প্রভু ভগবান শ্রী কৃষ্ণ ভক্তের হাজার কষ্ট ও দুঃখের মাঝেও সারা দেন - Krishno Kotha

প্রভু ভগবান শ্রী কৃষ্ণ ভক্তের হাজার কষ্ট ও দুঃখের মাঝে সারা দেন।। কৃষ্ণ কথা

প্রভু ভগবান শ্রী কৃষ্ণ ভক্তের হাজার কষ্ট ও দুঃখের মাঝেও সারা দেন - Krishno Kotha

ভগবান শ্রী কৃষ্ণ কে ভোর ও সন্ধ্যায় মন থেকে ডাকলে ভগবান অবশ্যই শুনেন। আপনি যত কষ্ট আর দুঃখের মধ্যে দিয়ে যান না কোনো কেউ আপনার পাশে না থাকলেও ভগবান ভক্তের অবশ্যই থাকেন। ভক্তের আপদে বিপদে সব সময় পাশে থাকেন ও ভক্তকে সাহায্য করে। ভক্তের কষ্ট ভগবান যেন সইতে পারেন না।

হাজার কষ্ট আসলে আমরা ভগবানের ডাকি তার আগে আমরা অনেকেই ডাকি না। কিন্তু আমাদের ভুলে গেলে হবে না যে ভগবানকে সব সময় আমাদের ডাকার দরকার একজন ভক্ত হিসেবে। কারণ তিনি আমাদের ভগবান আমাদের প্রভু। আর প্রভু কে কখনো ভুলে থাকা উচিত কি না। নিজে একবার বিচার করে দেখুন। প্রভুর এতই করুণা যে আমরা যারা পাপি তাকে ডাকতে চাইনা তাদের বিপদে রক্ষা করেন। তাদের রাস্তা দেখান। আমরা সাময়িক ভুলে গেলেও তিনি আমাদের এক মুহুত্বও ভোলেন না।

তাই আমাদের ভোর বেলা ও সন্ধ্যা বেলা অবশ্যই হরি নাম কৃর্তন করা উচিত। আমাদের এটা মনে রাখতে হবে যে প্রভু ভগবান শ্রীকৃষ্ণ বিনে কিছু নেই যা আছে তাই দুই দিনের মায়া। গাড়ি বাড়ি টকা এটা সাময়িক মায়া। এই মায়া পড়ে আমাদের লক্ষো ভুললে হবে। আমাদের হৃদয়ে করুণা দয়া ক্ষমা জাগ্রত করতে হবে। আমাদের সকলে মিছে মায়া কে পিছে ফেলে ভগবানে পথে প্রভু পথে আসতে হবে। আর মন ভরে---

হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে


নাম কৃর্তন করতে হবে। সংসার জীবন অনেক কষ্টের জীবন আর এই কষ্টের সংসার জীবনে যত বেশি কৃষ্ণ নাম করা হবে তত বেশি প্রভু প্রতি ভক্তি ভালোবাসা বাড়বে। ‍সংসার কষ্ট কমবে প্রভুর কৃপা লাভ হবে। আমরা জীবনে যা পেয়েছি তা সবই প্রভু দেওয়া। এবার আমাদের নিজের সেই করুণার সিন্ধু মন জয় করতে পারলে নিজের জন্ম ধন্য হবে।

আমাদের জীবনে মূল লক্ষো প্রভুকে পাওয়া। প্রভুকে আপনি যত বেশি সময় নিয়ে ভক্তি ভরে ডাকবেন। তত বেশি প্রভুর প্রাপ্তর সম্ভবনা বেশি। প্রভু নিয়ম আচার বিচার গুলো মেনে চলুন। প্রতি দিন গীতা পাঠ করুন। এবং পরিবারে সবার গীতা পাঠ শুনান ও গীতা পাঠ করান। প্রভু আপনার মনে আশা পূরণ করবেই।

আমার প্রভুর কাছে একটাই চাওয়া... প্রভু আপনি সবার কৃপা করুন সবাই আপনার জ্ঞান লাভ করান। হে প্রভু আপনাকে আমাদের সকল ভক্তের পক্ষ থেকে প্রণাম। আমাদের সকলের তোমার বোঝার মতো জ্ঞান দান করুন। সবার কল্যাণ করুন। সবাইকে তোমার মহিমা বোঝার জ্ঞান দিন।

হবে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হবে হরে হরে রাম হরে রাম রাম রাম হরে হরে
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url