দীপাবলি কালী পূজা - Krishno kotha

আজ দীপাবলি কালী পূজা সন্ধ্যায় মন্দিরে প্রদীপ জ্বালিয়ে মা কালীর কাছে মঙ্গল কামনা করবেন।

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় কালী পূজা যেটা আমরা দীপাবলি বা দিওয়ালি বলে জানি। এই কালীপূজা সারারাত ধরে হয়ে থাকে। ভক্তরা সারাদিন উপোস থেকে গভীর রাতে পূজার সময় অঞ্জলি দেয় দয়াময়ী মা কালীকে। মা তাদের মনের আশা পূরণ করেন। মায়ের প্রতি এত ভালোবাসা ও ভক্তি প্রকাশ পায় এই অঞ্জলীর মাধ্যমে। এইজন্যই মা কালী সন্তুষ্ট হয়ে তার ভক্তর গভীর ভালোবাসা ও ভক্তির জন্য তাকে তার মনের আশা পূরণ করেন। এতে অনেক পূর্ণতা লাভ হয়।

মায়ের পূজা প্রতি এক বছর পর পর হয়ে থাকে। মা তার ভক্তের আশা ও সকল বিপদ থেকে রক্ষা করেন স্বয়ং মা কালী। মা কালী কে ভক্তি করে মায়ের কাছে কিছু চাইলে মাথার মনের আশা পূরণ করবেই করবে। কারণ মা কালী তিনি জাগ্রত তিনি সবকিছু শুনতে দেখতে এবং নিয়ন্ত্রণ করতে পারে। মা কালী অশুভ শক্তিকে শেষ করেন। এবং পুনরায় শান্তি ফিরিয়ে নিয়ে আসেন। তাই মায়ের সন্তুষ্টির জন্য অনেক জায়গায় পাঠা বলি দেয়া হয়।

দিওয়ালি বা দীপাবলি পূজায় অনেকে তাদের পূর্বপুরুষদের জন্য প্রদীপ জ্বালিয়ে তাদের আত্মা ও মঙ্গল কামনা করেন। এজন্যেও কালীপূজা খুবই গুরুত্বপূর্ণ ও বড় একটি পূজা। মা কালীর ভক্ত নেই এমন মানুষ খুব কমই আছে। সনাতন ধর্মাবলম্বীদের প্রায় সবাই মা কালীর ভক্ত হয়ে থাকে। মা কালী ভক্তদের উপর আসার সকল বিপদ কাটিয়ে ভক্তদের আশা পূরণ করে।

তাই সকল মা কালীর ভক্তদের আমার পক্ষ থেকে জানাই মা কালী পূজার শুভেচ্ছা হ্যাপি দীপাবলি। সবাইকে ভালো রেখো সবাই কে কৃপা করো মা। জয় মা কালী।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url